শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মধ্যনগরে পাউবো রুই প্রকল্প স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১২:২৮
আপডেট  : ১৭ মে ২০২৫, ১২:৫০
মধ্যনগরে পাউবো রুই প্রকল্প স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
পাউবো রুই প্রকল্প স্থায়ী বাঁধ। ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলইৎখালি ও বলরামপুর পর্যন্ত পাউবো রুই প্রকল্প স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে, সুনামগঞ্জ জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন করা হয়েছে ।

জানা যায়, এলাকাবাসীর পক্ষে সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও চামরদানী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ গত ১৫ মে, বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন করেন ।

1

আবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই হাওর অঞ্চলের কৃষকদের একটি মাত্র বোরো ফসল, যা রক্ষা করতে প্রতিবছরেই পাউবোর রুই প্রকল্পের অধীনে ঐ বাঁধে মাটি ভরাট করা হয়।

তাছাড়া বাঁধটির গুরুত্ব হলো একদিকে আগাম বন্যার কবল থেকে বোরো ফসল রক্ষা করা,তেমনি অন্যদিকে মানুষের যাতায়াত সহ বিভিন্ন ধরনের মালামাল আনানেওয়া করতে হয়, বাঁধটি জনস্বার্থে খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়াও হাওর থেকে ধান উঠাতে এই বাঁধটি কয়েকটি গ্রামের লোকজন ব্যবহার করতে হয় অনায়াসে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগের শেষ নেই, যেমন একেবারে মরন ফাঁদ, যানবাহন চলা তো দূরের কথা হেটে যাওয়ারও অনুপযোগী হয়ে পরে।

এর মধ্যে দেখা যায় প্রতিবছরেই শুকনো মৌসুমে রুই প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ বাঁধে মাটি ভরাট করতে হয়, আর বর্ষা মৌসুমে ঢেউয়ের আঘাতে বাঁধের মাটি সরে বাঁধটি ভেঙে যায়, যায় ফলে ক্ষতি হয় সরকারের অর্থ।

ইতিমধ্যেই দেখা দিয়েছে মাটির সংকট, ধারণা করা হচ্ছে আগামী ১ বছরের মধ্যে বাঁধ মেরামতের জন্য আশপাশে কোথাও মাটি পাওয়া খুবই মুসকিল হবে ।

এমতাবস্থায় স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ না করলে, দেখা দিবে চরম জনদুর্ভোগ। তাই এ সকল সমস্যা সমাধানের লক্ষ্যে, টেকসই স্থায়ী বাঁধ নির্মাণে গাইড ওয়াল বা ব্লক কারপেটের নির্মাণ অতি জরুরি।

তাই সরকারের কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে