শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ডুমুরিয়ায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৩:২৫
ডুমুরিয়ায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় মাহিন্দ্রা (তিন চাকার যান) ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। নিহত ব্যক্তির নাম হাফেজ মইনুল (৪৫)। তিনি কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়ার মতলেবের ছেলে।

1

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা সাতজনকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে তিনজন মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে