খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায় প্রকল্প) দ্রুত অনুমোদন ও বকেয়া বেতন ভাতার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার ১৭ মে সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে "নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায় প্রকল্প) দ্রুত অনুমোদন পাওয়ার দাবিতে জেলার সকল শিক্ষক, কেয়ার টেকার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
খাগড়াছড়ির ৯টি উপজেলার ৪০১ জন শিক্ষকশিক্ষিকা ও কেয়ারটেকাররা গত পাঁচ (৫) মাস বকেয়া বেতন পাওয়ার দাবিতে মানববন্ধন করেন।
এসময় বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন
প্রকল্পের ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবল'কে রাজস্ব খাতভুক্ত করতে হবে।
৭ম পর্যায় প্রকল্প বিদ্যমান জনবল'কে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করতে শিক্ষকদের সম্মানী - বৃদ্ধি করতে হবে।
এসময় মানববন্ধনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক - কেয়ারটেকার পক্ষে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি ফিল্ড অফিসার মো. কাইয়ুম হোসেন, ফিল্ড সুপারভাইজার মুহা. আব্দুল হালিম, শিক্ষক মো. শফিকুল ইসলাম, খাগড়াছড়ি মডেল কেয়ারটেকার মো. রুহুল আমিন প্রমুখ।
মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রধান করা হয়।