বরিশালের হিজলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় তিন কোটি ছয় লক্ষ টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।
শনিবার (১৭ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ মে ২০২৫ তারিখ শনিবার সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন চরদুর্গাপুর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে প্রায় ৩ কোটি ৬ লক্ষ টাকা মূল্যের ১ কোটি ২ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেণু ও কাঠের বোটসহ ২ জন পাচারকারী মোঃ স্বপন (৩২) এবং আল-আমিন (২২) কে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত রেণু উপজেলা মৎস্য কর্মকর্তার অনুমতিক্রমে মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত ও জব্দকৃত কাঠের বোট মৎস্য প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং রেণু পাচারকারীদ্বয়কে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।