শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৬:২৭
আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর অনুষ্ঠিত
আদমদীঘিতে হরিবাসরে মতবিনিময় সভায় বিএনপি’র নেতৃবৃন্দ। ছবি: যায়যায়দিন

দেশ মাতৃকার এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার ১৬ মে বিকেলে ছাতিয়ানগ্রাম সর্বজনীন হরিসভা মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির নেতৃবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

1

হরিবাসর কমিটির সভাপতি টগর বসাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।

আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানা, যুগ্ন আহবায়ক কোরবান আলী, নাজমুল হোসেন, ছাত্রদল নেতা সোহেল রানা, মিম হোসেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরফরাজ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, হিন্দুদের মধ্যে বক্তব্য রাখেন, সুদেব কুমার ঘোষ, অশিম ঘোষ, দিপেন বসাক ও উত্তম বসাক প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, সকলে ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার বিপদে-আপদে এগিয়ে যাব। কেউ আমাদের ক্ষতি করতে পারবেনা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের কর্মসুচী দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারবেন।

আমি সুখে-দুখে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে