রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আত্রাইয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৬:৫২
আত্রাইয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
ছবি : যায়যায়দিন

নওগাঁর আত্রাইয়ে উপজেলা ও জেলা প্রশাসনের সমন্বয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

রবিবার (১৭ মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে মনিয়ারী ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্যদের গ্রাম আদালতের কার্যক্রম, আইনি প্রক্রিয়া ও বিরোধ নিষ্পত্তির বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

1

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন বলেন, "গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব। এটি জনগণের জন্য সহজলভ্য বিচার ব্যবস্থা নিশ্চিত করে এবং আদালতের চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখে।"

প্রশিক্ষণে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকরিতা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে