চট্টগ্রাম চিড়িয়াখানায় নির্মাণাধীন ফটকের ছাদ ও দেয়াল ধসে পাঁচ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে নগরের ফয়’স লেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন—মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হালাদার (২৭)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, চিড়িয়াখানার মূল ফটকের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ ছাদসহ দেয়াল ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি।
তিনি আরও জানান, দুর্ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে জানতে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চিড়িয়াখানার নির্মাণনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, কাজের সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করায় এমন দুর্ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা উচিত।