সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনার আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় পাবনাস্থ কেন্দ্রীয় কার্যালয় সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোঙর এর প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক হাসানুজ্জামান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার সম্মানিত উপদেষ্টা শিক্ষাবিদ কথা সাহিত্যিক আখতার জামান।
উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গীতিকার, বাচিকশিল্পী ও সাংবাদিক আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার উপদেষ্টা এস এম ল্যাবরেটরীজের স্বত্বাধিকারী মাহবুবুল আলম ফারুক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খন্দকার মাহাবুবুল হক দুদু,রিভারাইন পিপল এর পাবনা জেলা শাখার সভাপতি কবি ও নদী গবেষক ড.মনসুর আলম,সাপ্তাহিক বাশঁপত্রের প্রকাশক এবং প্রধান নির্বাহী সম্পাদক রাজিউন রহমান রুমি, ছড়াকার, চলচ্চিত্রকার ও গবেষক দেওয়ান বাদল, শিক্ষাবিদ ড.আব্দুর রউফ,শাম্মী আক্তার স্মৃতি,কবি ও ছড়াকার মোহাম্মদ মহসিন আলী,কবি ও সংগঠক রেহানা শিল্পী,কবি সাধন কুন্ডু, কবি ও কণ্ঠশিল্পী যাযাবর জিয়া,কবি ওয়াজেদ বিশ্বাস,কবি ইদরিস আলী মধু,উত্তরণ পাবনার সাবেক সাধারণ সম্পাদক কবি ও বাচিক শিল্পী মঞ্জুরুল ইসলাম, কবি ও বাচিক শিল্পী সাইফুল কামাল, উত্তরণ সদস্য এটিএম ফজলুল করিম, মহীয়সী সাহিত্য ও পাঠচক্রের সিনিয়র সহ-সভাপতি কবি কথা হাসনাত, কবি বিজুরী ইসলাম, সাংস্কৃতিক কর্মী সেলিমা সুলতানা, কবি ও কণ্ঠশিল্পী শামীমা সীমা, তারুণ্যের অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স,উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল,নৃত্য প্রশিক্ষক সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ সুমন আলী, সদস্য মেহেদী হাসান, উত্তরণ পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোঃ রুদ্র বিশ্বাস, সদস্য কন্ঠশিল্পী নমিতা রায়, সামসুল আলম, আহমেদ শাকিল, খুদে আবৃত্তিকার তাসনিম নাওয়ার শ্রেয়শী,উত্তরণ পাবনার সহ প্রচার সম্পাদক কণ্ঠশিল্পী রজনী আক্তার,সুলতান মাহমুদ প্রমূখ। উক্ত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান কবিতা পরিবেশিত হয় এবং রবীন্দ্র নজরুল এর উপর বিষদ আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।