সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় শাহরিন ইসলাম তুহিন বলেন, ‘আমি ১৮ বছর পর নিজ জেলা নীলফামারীতে ফিরলাম। অনেক ভালো লাগছে। ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে। দুপুরে রান্না করা ভাতও খেতে পারেননি হাসিনা। অসম্মানিত হয়ে পালিয়ে গেছেন।’
এলাকাবাসীর উদ্দেশে শাহরিন ইসলাম তুহিন তার বক্তব্যে বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে এ জনপদের মানুষ উন্নয়নবঞ্চিত হয়েছে। আমাদের ছেলে-মেয়েরা চাকরি পায়নি। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের পক্ষ থেকে সব বৈষম্য দূর করা হবে।’
সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও আব্দুল খালেক।
এর আগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল আমেরিকা থেকে তিনি বাংলাদেশে আসেন। দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন।
গত ৮ মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফেরার অনেক চেষ্টা করেছিলেন।
কিন্তু শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে ফিরতে পারেননি সাবেক এ সংসদ সদস্য। মিথ্যা মামলায় তাকে দণ্ডিত করে আওয়ামী সরকার।