রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মহানবী (স:)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবক সৌরভ দত্ত গ্ৰেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৭:৫১
মহানবী (স:)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবক সৌরভ দত্ত গ্ৰেপ্তার
ছবি : যায়যায়দিন

গতকাল (শুক্রবার) বিকেল ৪ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবী করীম হযরত মুহাম্মদ (সা:.) কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয় উপজেলার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের দেবুদত্তেরর ছেলে সৌরভ দত্ত।

এ ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মধ্যরাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় বাকেরগঞ্জ থানা পুলিশ।

1

অপরদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটুক্তি করায় ছাত্র যুবক ও মুসল্লিগণ আজকে শনিবার বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করে, খবর পেয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ পুলিশ সদস্যদের নিয়ে বাসস্ট্যান্ডে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি কারী যুবকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন বলে আস্বস্ত করেন, এবং জনগণের চলাচলে বিঘ্ন ঘটে এমন কাজ না করতে ও জানমালের ক্ষতি সাধিত না করতে সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন এই ঘটনাকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র ভিন্ন দিকে প্রবাহিত করতে চাচ্ছে এবং শান্তিপূর্ণ বাকেরগঞ্জ কে অসান্ত করে জনজীবনে বিপর্যস্ত করতে চাচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল কালাম আজাদ যায়যায়দিন কে বলেন, আজ আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করা যুবককে দেশের প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।

ওসি বাকেরগঞ্জ আরো বলেন শুধু আসামি সৌরভ দত্তই নয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কেউ কটুক্তি করলে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে সে যেই হোক না কেন তাকে দ্রুত গ্ৰেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে