বান্দরবানের লামা উপজেলায় সম্প্রতিক সময়ের আলোচিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসের লুট হওয়া ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
এ মামলা অভিযানে লামা ও পার্শ্ববর্তী জেলা কক্সবাজারের চকরিয়ার উপজেলায় বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকৃতদের দেয়া তথ্য মতে পৃথক দুইটি অভিযানে ৩ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
উপজেলা থানা অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার এক অভিযানে লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬) এর কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
তার দেয়া তথ্য মতে শুক্রবার ১৬ মে রাত ৭টায় লামা পৌরসভার ৬ নং ওয়ার্ড এর সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার এলাকায় ওয়াসির আলীর পাহাড় হতে মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ওয়াসের আলীর ছেলে মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আর্ন্তজেলা ডাকার দলের অন্যতম সদস্য। তাকে এই ডাকাতির ঘটনা ও টাকা লুটের প্রধান মাস্টারমাইন্ড বলে ধারণা করা হচ্ছে।
আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা ইউনিয়নের পদ্মাছড়া এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬), একই এলাকার আব্দুল ওহাব এর ছেলে মো. সুজন (২৫) এবং সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসের আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)।