রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

তিতাসে কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৭:৫৮
তিতাসে কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত
প্রতীকী ছবি

কুমিল্লার তিতাসে জামালপুর ও কুড়িগ্রাম থেকে কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (১৬ মে) আসমানিয়া বাজার ও শনিবার (১৭ মে) দক্ষিণ আকালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

1

এ ঘটনায় দিনমজুর জামালপুরের রেজাউল করিম (২৮) ও কুড়িগ্রামের মো. কবির হোসেন (২৫) মারা যান। শনিবার ময়নতদন্ত শেষে মরদেহ দুটি তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ আকালিয়া গ্রাম সংলগ্ন নির্মাণধীন এলজিইডির আওতাধীন সেতুর ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার উত্তর কোদালকাটি গ্রামের মো. লোপাসের ছেলে মো. কবির হোসেন (২৫) মারা যান।

এর আগে শুক্রবার বিকালে উপজেলার আসমানিয়া বাজার সংলগ্ন আলম মিয়ার বাড়ীতে নলকূপের বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান জামালপুরের ইসলামপুর উপজেলার পুড়ারচর গ্রামের মো. ছত্তর আলীর ছেলে মো. রেজাউল করিম (২৮)।

তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ জানান, দুটি ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে