নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে দশম শ্রেণির শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। তারা হলেন- উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের লেদু মিয়ার ছেলে কৃষক পাপ্পু (২৮) ও খুর্শেমূল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মজিবুর মিয়ার ছেলে তানজিম (১৫)।
শনিবার (১৭ মে) তাদের লাশ পেরি বিলে ডোবার পাড় থেকে উদ্ধার করে এলাকাবাসী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ মে) বিকালে পাপ্পু ও তানজিম মাছ ধরতে পেরি বিলে যান। এর কিছুক্ষণ পর হাওড়ে প্রচণ্ড বজ্রপাতের শব্দ শুনতে পান এলাকাবাসী।
পাপ্পু ও তানজিম প্রতিদিন মাছ ধরে রাতে বাড়ি ফেরেন। কিন্তু ওই দিন রাতে বাড়ি না আসায় পাপ্পুর স্ত্রী শনিবার ভোর ৬টায় তাকে খুঁজতে বের হন।
কোথাও খুঁজে না পেয়ে বিলের কাছে গিয়ে তাদের নৌকা দেখে ঘটনাস্থলে গিয়ে পাপ্পু ও তানজিমের লাশ দেখতে পান।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বজ্রপাতের ঘটনায় দুইজন নিহতের খবরে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।