রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মুক্তাগাছায় গ্লোবাল মে মোমেন্ট উদযাপন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৮:১৩
আপডেট  : ১৭ মে ২০২৫, ১৮:৩৮
মুক্তাগাছায় গ্লোবাল মে মোমেন্ট উদযাপন
মুক্তাগাছায় শিক্ষার্থীদের সাথে গ্লোবাল মে মোমেন্ট উদযাপন। ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের মুক্তাগাছায় শিক্ষার্থীদের সাথে গ্লোবাল মে মোমেন্ট উদযাপন করা হয়েছে। পুষ্টিতেই শিশুর বিকাশ প্রতিপাদ্য নিয়ে শনিবার উপজেলার খেরুয়াজানীর পলশা উচ্চ বিদ্যালয়ে শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

1

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাভলীহুড টেকনিক্যাল স্পেশালিষ্ট দীপা রোজারিও, প্রোগ্রাম অফিসার স্বান্ত্বনা রানী ঘোষ, শিক্ষক, ভিডিসি প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরা একটি জাতির ভবিষ্যৎ।

তাদের সুস্বাস্থ্য এবং সঠিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে একটি সমাজ উন্নয়নের পথে এগিয়ে যায়।

পুষ্টিহীনতা একটি অদৃশ্য চ্যালেঞ্জ, যা ধীরে ধীরে শিশুর বিকাশ ও জাতীয় উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করে।

সুষম পুষ্টি একটি শিশুর জন্য প্রয়োজনীয় শক্তি ও বিকাশের ভিত্তি তৈরি করে। এটি শুধুমাত্র তাদের ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং সমগ্র জাতির অগ্রগতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে