রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

খানসামায় বিনামূল্যে ১১৯ রোগীর ছানি অপারেশন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৯:১০
খানসামায় বিনামূল্যে ১১৯ রোগীর ছানি অপারেশন
দিনাজপুরের খানসামায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়: ছবি যায়যায়দিন

দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া আলীম মাদ্রাসা মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এতে বিনামূল্যে ৭০০ রোগীকে দেখার পর ১১৯ জনকে ছানি অপারেশনের নির্বাচিত করা হয়। এছাড়াও ৪০০ জনকে চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে।

1

শনিবার (১৭ মে) সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে এবং এমটিবি ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এলাকার প্রায় ৭ শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম জাকির হোসেন, এমটিবি ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুল জব্বারসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

এদিন প্রায় ৪শ' চক্ষু রোগীদের মধ্যে প্রয়োজনীয় চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

চক্ষু সেবা নিতে আসা রোগীরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে