রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

 নীলফামারীতে খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে ব্যাপক গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১৭ মে ২০২৫, ১৯:৩৫
 নীলফামারীতে খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে ব্যাপক গণসংবর্ধনা
ছবি : যায়যায়দিন

দেশকে দ্রুত গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, বিএনপি ও অন্যান্য দল সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো সংক্ষিপ্ত করে দ্রুত নির্বাচন দেয়া হোক। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালিত করুক।

শনিবার (১৭মে) দুপুরে নীলফামারী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি’র আয়োজনে গণসংবধর্ণা অনুষ্ঠানে হাজার হাজার নেতা-কর্মীর ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

1

তিনি বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। লুটপাট করেছে। নির্বাচন ব্যবস্থা, আইন ও আদালতকে ধ্বংস করেছে এমনকি জীবনেরও অপচয় করেছে।

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীমসহ আরো অনেকে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম তুহিন বলেন, বিশেষ বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে বিষেদগার করছে। কেন এত বিষেদগার। তিনি বলেন, বিএনপি নাকি চান্দাবাজি করছে। আর অন্যকোন দল যখন চান্দা নেয় তখন হয় হাদিয়া। আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি দল ব্যাংক দখল করছে। কি হচ্ছে আমি জানিনা।

নিজেই বৈষম্যের শিকার মন্তব্য করে তুহিন বলেন, এই সরকার নাকি বৈষম্য দুর করছে অথচ আমি নিজেই ১৮বছর ২মাস পর দেশে এসে বৈষম্যের শিকার হলাম। একটি বিশেষ দলের নেতারা সরকারের বিশেষ অর্ডারের মাধ্যমে জেলেও না গিয়েও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছে। এই সরকার বৈষম্য দুর করতে পারেনি।

এরআগে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সংগঠন, ক্লাবের পক্ষ্য থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এদিকে বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে গণসংবর্ধণা প্রদান করা হয়। দীর্ঘ ১৮বছর প্রবাস জীবন শেষে শনিবার নীলফামারীতে আসেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তাকে সংবর্ধনা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল চত্তর শামিয়ানায় ছেয়ে ফেলা হয়। তৈরি করা হয় বিশাল ষ্টেজ। স্থানীয় নেতাদের ছবিসম্বলিত বিশাল বিশাল ব্যানার, পোষ্টার আর ফেষ্টুনে ছেয়ে যায় গোটা শহর। এদিকে সকাল থেকেই বৃষ্ঠি অপেক্ষা করে বিভিন্ন ইউনিয়নের শতশত নেতাকর্মী ব্যানার ফেষ্টুন নিয়ে শহীদ মিনারে সমবেত হতে থাকেন।

সৈয়দপুর বিমানবন্দর থেকে ৪ দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে নীলফামারী যাওয়ার পথে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ সড়কের সিএসডি মোড়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও আব্দুল খালেক, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, বিএনপি নেতা শফিকুল ইসলাম জনি প্রমূখ। এসময় নীলফামারী জেলাসহ, কিশোরগঞ্জ, ডোমার ডিমলা, জলঢাকা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতবৃৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭সালে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন গুলশান থানায় দুটি মামলা দায়ের করে। ঐ মামলায় ২০০৮সালে যথাক্রমে ৩ বছর ও ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে