রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

চুনারুঘাটে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে কৃষকের মৃত্যু 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ২০:৫৬
চুনারুঘাটে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে কৃষকের মৃত্যু 
ছবি: যায়যায়দিন

চুনারুঘাটে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মর্তুজ আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

1
শনিবার (১৭ মে) দুপুরে গ্রামের পাশে নিজের জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় তার।

তিনি উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে।

জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামে নিজের জমিতে শনিবারে সকালে ধান কাটতে যান মর্তুজ আলী। দুপুরের দিকে তীব্র বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। তখনও মর্তুজ আলী তার জমিতে ধান কাটারত অবস্থাতেই বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া ঝড়ের সময় উপজেলার গাদিশাল গ্রামের ফারুক মিয়ার বাড়িতে বজ্রপাতে ২টি গরু মারা গেছে।প্রচন্ড ঝড়-তুফানে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডীছড়া চা বাগান এলাকায় একটি নোহা গাড়ির উপরে গাছ পড়ে ভেঙ্গে যায়। স্কুল,ঘর-বাড়ী ভেঙ্গেছে এবং বিদ্যুৎ এর খুঁটিসহ অসংখ্য গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন,শনিবার দুপুরে গ্রামের পাশে নিজের জমিতে ধান কাটছিলেন মর্তুজ আলী। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হওয়ায় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।বজ্রপাতে নিহত পরিবারকে সহায়তা করার আশ্বাস প্রদান করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে