রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মোল্লাহাটে মাদক চক্রের বিরুদ্ধে যুবককে হত্যার অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ২১:০০
মোল্লাহাটে মাদক চক্রের বিরুদ্ধে যুবককে হত্যার অভিযোগ
ছবি : যায়যায়দিন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকান্দী গ্রামে সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে আব্দুল গনি (২৩) নামে এক নির্মাণ শ্রমিককে নির্মমভাবে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাতে যে কোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

আব্দুল গনি ওই গ্রামের মৃত রিকাত শেখের ছেলে। শুক্রবার সকালে তার মরদেহ নিজ বসতঘর থেকে উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়। সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

1

স্থানীয় সূত্রে জানা যায়, গনি সম্প্রতি পুরনো বাড়ি ছেড়ে একই গ্রামের আঠারো বাকি নদীর কাছে একটি ফাঁকা বাড়িতে পরিবারসহ বসবাস শুরু করেন। তিনি তার স্ত্রী ও এক শিশু সন্তান নিয়ে ওই বাড়িতে থাকতেন। সম্প্রতি কিছু বহিরাগত যুবক বিভিন্ন অযুহাতে ওই বাড়িতে যাতায়াত শুরু করে। গনি তাদের চলাফেরায় আপত্তি জানিয়ে নিষেধ করেন, যার ফলে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।

এ বিষয়ে স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, গনির স্ত্রী লিয়া এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

তবে লিয়া নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার স্বামী নেশা করতেন, তবু আমাদের সম্পর্ক ভালো ছিল, স্বামীর অনুপস্থিতিতে কিছুদিন আগে একই এলাকার নেশাখোর বাড়িতে এসে টাকার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেয়, তখন শলার ঝাড়ু দেখিয়ে বিতাড়িত করি।

ঘটনার রাতে মাদক চক্রের কয়েক জন বাড়িতে আসলে তাদেরকে তাড়িয়ে দেই। ওই রাতে আমার স্বামী সেভেনআপ এনে আমাকে আগে খেতে বলে, এরপর আমি খেয়ে ভীষণ ঘুম আসায় আমার স্বামীকে খেতে বলে রাত ৯টার দিকে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল ৫ টার সময় ঘুম থেকে উঠে দেখি খাটের কাছে আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত গনি, তখন হাসুয়া দিয়ে ওড়না কেটে দিয়ে গনিকে জড়িয়ে ধরে চিৎকার করি। এরপর স্থানীয়রা এসে বলে গনি বেঁচে নেই। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি।”

নিহত গনির মা, আমেনা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এদিকে, মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, মৃত আব্দুল গনির ভাই লিখিতভাবে আত্মহত্যার অভিযোগ করায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে