রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নেছারাবাদে নবীজীকে কটুক্তি করায় পথসভা ও স্মারকলিপি প্রদান

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৪:০৭
আপডেট  : ১৮ মে ২০২৫, ১৪:২৫
নেছারাবাদে নবীজীকে কটুক্তি করায় পথসভা ও স্মারকলিপি প্রদান
পথসভায় বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। ছবি: যায়যায়দিন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক হিন্দু যুবক কৌশিক সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করার অভিযোগে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর উদ্যোগে উপজেলা চত্বরে এক প্রতিবাদ পথসভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

1

পথসভায় বক্তারা বলেন, কৌশিক সাহা নবীজী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতেই আঘাত করেননি, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করেছেন। বক্তারা এই ঘটনাকে ধর্মীয় উস্কানি ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে করে এই ধরণের উস্কানিমূলক কর্মকাণ্ডের উপযুক্ত বিচার হয় এবং ভবিষ্যতে কেউ ধর্ম অবমাননার সাহস না পায়।”

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম এর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দ্রুত অভিযুক্ত কৌশিক সাহাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ সময় বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “ধর্ম অবমাননা আর নয়”, “নবীজীকে কটূক্তি করলে কঠোর বিচার চাই” ইত্যাদি স্লোগান দেন।

পথসভা শান্তিপূর্ণভাবে শেষ হলেও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরনের ঘটনায় সামাজিক ও ধর্মীয় সংবেদনশীলতা মাথায় রেখে সকলকে সংযত থেকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছি। তবে যদি এই ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।”

এ ঘটনায় কৌশিক সাহার বিরুদ্ধে নেছারাবাদ থানায় একটি এজাহার দায়ের করেন জনৈক মো. সাঈদ। মামলা নং ৮/১৬/০৫/২০২৫, ধারা- ১৫৩/২৯৫-ক। নেছারাবাদ থানার সাব ইন্সপেক্টর ইয়াছিন খান ও তার সহযোগীরা কৌশিক সাহাকে রাত ১২ টার পরে গ্রেফতার করে এবং পিরোজপুর জেলা আদালতে প্রেরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে