রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

হবিগঞ্জে প্রায় ৩ কোটি টাকার মদ ও চোরাই পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৫:১২
হবিগঞ্জে প্রায় ৩ কোটি টাকার মদ ও চোরাই পণ্য জব্দ
ছবি: যায়যায়দিন

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ১১টি স্থানে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় মদ, গাাজা, হিমায়িত গরুর মাংস, চিনি, আইফোসে ডিসপ্লে, বাই-সাইকেল ও ট্রাক জব্দ করেছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫বিজিবি) রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান-হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫বিজিবি)’র অধীনে চিমটি বিল, সিন্দুর খান, কাকমারছড়া. দুধপাতিল, রাজেন্দ্রপুর, ও তেলিয়াপাড়া বিওপির টহলদল গত ৩দিনে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত¡রসহ ১১টি স্থানে অভিযান চালিয়ে ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় মদ, গাাঁজা, হিামায়িত গরুর মাংস, চিনি, আইফোসে ডিসপ্লে, বাই-সাইকেল ও ট্রাক জব্দ করেছে। ব্যাটালিয়ন (৫৫বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান-জব্দকৃত মালামাল থানা ও কাস্টমে বুঝিয়ে দেয়া হয়েছে।

1

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে