রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদগাঁওয়ে পোকখালী ইউনিয়ন যুবদলের কাউন্সিল সম্পন্ন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৫:২২
ঈদগাঁওয়ে পোকখালী ইউনিয়ন যুবদলের কাউন্সিল সম্পন্ন
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন যুবদলের সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান।

বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হলেও তা কোনো কাজে আসেনি মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্র যতদিন থাকবে, বিএনপির আন্দোলন-সংগ্রাম ততদিন চলবে।

1

তিনি আরও বলেন, সাবেক এমপি লুৎফর রহমান কাজলের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, তা এখনো অব্যাহত রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে মাঠে রয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য- নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো।

দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবদল আহবায়ক মেম্বার কামাল হোসেন। দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন মেম্বার আজম খাঁন ও সাধারণ সম্পাদক মনজুর আলম।

পোকখালী ইউনিয়ন যুবদল আহবায়ক আজিজুল হক রুবেলের সভাপতিত্বে ও উপজেলা যুবদল সদস্য সচিব বেলাল উদ্দীনের পরিচালনায় উক্ত কাউন্সিলে প্রধান বক্তা হিসাবে ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক জিসান উদ্দীন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবুহেনা, মোঃ আলমগীর ও আব্দুল্লাহ আল মামুন কাউছার প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের আহবায়ক,সদস্য সচিব ও সদস্যসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে