ঝালকাঠির রাজাপুরে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট সহ রিফাত খান নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাতে উপজেলা সদরের বাঘরি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিফাত খান ঝালকাঠি জেলা সদরের কেফায়েত নগর ৭ নং ওয়ার্ড এর মন্নান খানের ছেলে।
পুলিশ জানান, এসআই শহিদুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রিফাত খান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত রিফাত খানের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।