জনপ্রতিনিধিদের সংলাপে যুবদের সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কাজে জনপ্রতিনিধি মিডিয়া ও সমাজ কর্মীদের সম্মিলিত উদ্যোগের অঙ্গিকার করা হয়েছে।
রোববার দুপুরে টিএফসি সভা কক্ষে ঠাকুরগাঁও ডেমোক্রেসি ওয়াচের আস্থা প্রকল্পের আওতায় নাগরিক প্লাটফর্মের আহবায়ক জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, জামালপুর ইউপি চেয়ারম্যান এস এম মোস্তাক , রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, নারগুণ ইউপির প্যানেল চেয়ারম্যান জুলিয়া তাসনিম , সালন্দর সংরক্ষিত মহিলা সদস্য নিলুফা ইয়াসমিন।
সংলাপের উদ্দেশ্য এবং আস্থা প্রকল্পের সার্বিক কার্যক্রম ব্যাখ্যা করেন ক্লাস্টার কো-অর্ডিনেটর রেফাত আরা ঋতু, মনিটরিং কো-অর্ডিনেটর ফয়সাল হাবিব ও ঠাকুরগাঁও কো-অর্ডিনেটর জুলিয়া আখতার চৌধুরী । উদ্যোক্তা সংগঠনের পক্ষ থেকে সংলাপে অংশ নেন যুগ্ম আহবায়ক মৌসুমি রহমান, সদস্য খোদা বকশ ডাবলু, ফাতেমা-তুজ-সোগরা সহ নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সদস্যরা।