রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দুপচাঁচিয়ায় জুলাই অভ্যুত্থানে প্রকৃত আহতদের নাম অন্তর্ভুক্ত ও ভূয়াদের গেজেট বাতিলের দাবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৫:৫৩
আপডেট  : ১৮ মে ২০২৫, ১৬:২০
দুপচাঁচিয়ায় জুলাই অভ্যুত্থানে প্রকৃত আহতদের নাম অন্তর্ভুক্ত ও ভূয়াদের গেজেট বাতিলের দাবি
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি। ছবি: যায়যায়দিন

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রমাণ সাপেক্ষে জুলাই অভ্যুত্থানে প্রকৃত আহতদের নাম অন্তর্ভূক্ত করতে ও ভূয়া আহতদের গেজেট বাতিলের দাবীতে দুপচাঁচিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

১৮মে রোববার সকাল সাড়ে ১০টা হতে ১১টা পর্যন্ত দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

1

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সাকিব সরদার, নাজমুস সাকিব নাইম, আবু তালহা হৃদয়, আরাফাত হোসেন, মোহাম্মদ তারেক, আরাফাত সানি, হাবিবুল বাশার, গেজেটভুক্ত ছাত্র রিয়াদ হোসেন, আন্দোলনে আহত ছাত্র আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মাদ শাওন, ফজলে রাব্বি, নাইমুর ইসলাম, সিয়াম ইসলাম, নাহিয়ান হাসান বিজয়, মোহাম্মাদ রিপন প্রমুখ।

পরে এক বিক্ষোভ মিছিল বের হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে