ভর্তি ফি কমানোর দাবিতে নেত্রকোনার দুর্গাপুরের সুসং সরকারী মহাবিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধন করছেন।
মানববন্ধন বক্তব্যে রাখেন- ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূর আলম, জহির রায়হান, সুরাইয়া সুলতানা স্বর্না, সাথী আক্তার, সোহেল, সাগর প্রমুখ।
শিক্ষার্থী নুর আলম ও জহির রায়হান বলেন, ‘একটি সরকারি কলেজে কেনো বেসরকারি কলেজের মত ভর্তি ফি দিতে হবে। আমরা এখানে আজ যোক্তিক দাবি নিয়ে মানববন্ধন করছি।
অন্য সব কলেজে ১ হাজার থেকে ১২শ' টাকা ভর্তি ফি নিচ্ছে। কিন্তু আমাদের কলেজে নেওয়া হচ্ছে ১৯৪০ টাকা।
আরেক শিক্ষার্থী স্বর্না ও সাথী আক্তার বলেন, ‘আমরা কৃষক পরিবারের সন্তান। আমাদের পক্ষে এত টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব না৷ বিবিধসহ খন্ডকালীন শিক্ষকদের ফি আমরা কেনো দেব। আমরা সরকারি কলেজে পড়তে এসেছি, সরকারি ফি ছাড়া বাড়তি ফি কেনো দেব। কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি ভর্তি ফি কমানো হোক৷’
মানববন্ধন শেষে ভর্তি ফি কমানোর দাবিতে বিভিন্ন স্লোগানে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএন) কাছে স্মারকলিপি দেন।