রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ সিদ্দিকী বাবু

শেরপুর প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৭:২৩
শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ সিদ্দিকী বাবু
শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসেম আহমেদ সিদ্দিকী বাবু: ছবি যায়যায়দিন

শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. হাসেম আহমেদ সিদ্দিকী বাবুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত শনিবার (১৭ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

1

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. হাসেম আহমেদ সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে এ অনুমোদন দেওয়া হয়।

ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসেম আহমেদ সিদ্দিকী বলেন, স্বৈরাচারী সরকারের আমলে জেল-জুলুমের শিকার হয়েছি, কিন্তু কোথাও আপস করিনি। আমার সংগঠনের প্রতি ত্যাগের বিনিময়ে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের বিনিময়ে হলেও সংগঠনের জন্য কাজ করব। তাই সকলের সহযোগিতা কামনা করছি।

আজ রোববার (১৮ মে) শেরপুর সরকারী কলেজে সাম্য হত্যার বিচার দাবিতে ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবুর নেতৃত্ব এক মিছিল বের হয়।

পরে জেলা বিএনপি অফিসে সামনে এসে জড়ো হয়। এ সময় হাসেম আহমেদ সিদ্দিকী বাবু বলেন, সাম্য হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে