রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ধুনটে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৭:৩৩
ধুনটে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
ধুনট থানা: ফাইল ছবি

বগুড়ার ধুনটে হত্যার হুমকি দিয়ে ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ মে) এ ঘটনায় তিনি বাদী হয়ে চারজনকে আসামি করে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে ধুনট উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি তার তফসিলভুক্ত পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন।

1

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ফড়িংহাটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে চাঁন মিয়া, লাল মিয়া, মৃত আলতাব হোসেনের ছেলে আল-আমিন হোসেন ও মৃত আলেপের ছেলে শফিকুল ইসলাম ওই জমির ধান কাটতে বাধা দেন।

এতে নিষেধ করলে প্রতিপক্ষরা রবিউল ইসলামকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্ব জমি দখলের চেষ্টা করেন।

পরে প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা চলে যান। এ ঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে