রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বজ্রপাতে মারা যাওয়া মোকাররমের পরিবারের পাশে বিএনপি নেতা আজাদ

যাযাদি ডেস্ক
  ১৮ মে ২০২৫, ১৭:৩৭
বজ্রপাতে মারা যাওয়া মোকাররমের পরিবারের পাশে বিএনপি নেতা আজাদ
ছবি : যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে মারা যাওয়া মোকাররম মোল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

শনিবার (১৭ মে) মোকারমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের সান্ত্বনা দেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন নজরুল ইসলাম আজাদ। এ ছাড়া পুরো পরিবারের দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন তিনি।

1

বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদের উপস্থিতি, অনুদান ও আশ্বাসে মোকারমের পরিবার সন্তোষ প্রকাশ করেন এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

নজরুল ইসলাম আজাদ বলেন, এটা আমার ও আমাদের দলের নৈতিক দায়িত্ববোধ থেকেই করেছি। বিএনপি ও আমি সব সময়ে সাধারণ অসহায় মানুষের পাশে থাকব।প্রসঙ্গত, গত ১৪ মে বিকেলে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও মোল্লাপাড়া গ্রামে বজ্রপাতে মারা যান মোকাররম মোল্লা। মোকাররম ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

এলাকাবাসী জানান, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং প্রচণ্ড বাতাস বইছিল। এ সময় মোকাররম তার নিজের গাছ থেকে শখের বসে আম কুড়াতে যান। আম কুড়ানোর একপর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে