রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজৈরে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

৩ পদে প্রার্থী ২৩ জন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৭:৩৭
রাজৈরে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
মাদারীপুরের রাজৈরে কবিরাজপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত অতিথিরা: ছবি যায়যায়দিন

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ৩ পদে ফরম কিনেছেন ২৩ জন প্রার্থী।

গত শনিবার (১৭ মে) বিকেলে কবিরাজপুর মিয়া বাড়ি মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

1

স্থানীয় বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, কবিরাজপুর ইউনিয়ন বিএনপি দুই ভাগে বিভক্ত। দুই গ্রুপের প্রধান ৪ জনসহ মোট ২৩ জন দলীয় ফরম কিনেছেন। এদের মধ্যে সভাপতি পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী গোলাম মবিন (সোয়েব মিয়া) ও রাজৈর থানা যুবদলের সাবেক সহ সভাপতি সরদার শহীদুল্লাহ্ রেজাউলসহ ৮ জন দলীয় ফরম নিয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হাওলাদার ও এক নেতা লতিফ হাওলাদার সহ ৮ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে হানিফ মাতুব্বর সহ ৭ জন বিএনপির দলীয় ফরম ক্রয় করেছেন।

৫০০ টাকা মূল্যে ফরমগুলো বিক্রি করেন জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার ও মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য বজলু হাওলাদার, সদস্য অ্যাড. এইচ এম মিজানুর রহমান, সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, সদস্য গাউছ-উর-রহমান।

এছাড়াও রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একরাম শেখ সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে