প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে রীতিবহির্ভূত পোস্ট করায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বহিষ্কৃত ওই শিক্ষকের নাম মনিবুল হক বসুনিয়া। তিনি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আবুল কাশেম সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পত্র মোতাবেক শিক্ষক মনিবুল হক বসুনিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিবহির্ভূত ভাবে বিরূপ মন্তব্য করে একটি পোস্ট করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট করায় নীতিমালা ক্ষুণ্ন হয়েছে মর্মে তাকে অভিযুক্ত করা হয়।
এদিকে, ফেসবুক পোস্টের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মনিবুল ইসলাম বসুনিয়া বলেন, ‘আড়াই-তিন মাস আগে চট্টগ্রামে প্রাথমিক শিক্ষকদের একটা প্রোগ্রামে শিক্ষকরা দশম গ্রেডের দাবি করায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষকদের হেয় প্রতিপন্ন করে বলেছিলেন, ‘‘না পোষালে চাকরি ছেড়ে চলে যান।’’ এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষকরা তাদের ভাষায় প্রতিবাদ করেছে, আমি আমার ভাষায় প্রতিবাদ করেছিলাম।’
বসুনিয়া আরও বলেন, ‘আমি যা পোস্ট করেছিলাম তার সারমর্ম হলো, আপনি (উপদেষ্টা) এভাবে শিক্ষকদের অবমাননা করে কথা বলতে পারেন না।
আপনি ডাক্তার মানুষ, নিজের পেশায় ফিরে যান। আমাদের বলছেন চাকরি ছেড়ে দিয়ে অন্য পেশায় যেতে, আপনি আপনার পেশায় ফিরে যান।