ফেনীর ফুলগাজীতে ফেনী-পরশুরাম সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর দাবিতে চালকরা সড়ক অবরোধ করেছেন।
আজ রোববার (১৮ মে) সকাল ১০টার দিকে তারা সড়কে নেমে প্রতিবাদ শুরু করেন। তবে দুপুর ১টার দিকে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌছালে আন্দোলনলারিরা অবরোধ প্রত্যাহার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে ফেনী-পরশুরাম সড়কের সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছে অধিক ভাড়া দাবি করে আসছিলেন।
এর মধ্যে আজ রোববার সকালে ফুলগাজী সদর বাজারে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে হঠাৎ করে চালকেরা স্লোগান দিয়ে সড়কে নামেন।
এ সময় তারা ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফেনী সদর হাসপাতাল মোড় স্ট্যান্ড থেকে পরশুরাম বাজার স্ট্যান্ড এলাকা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। ওই সড়কে নিয়মিত চলাচল করেন পরশুরামের আবু ইউসুফ মিন্টু।
তিনি বলেন, আগে পরশুরাম থেকে ফেনী পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ছিল ৪০ টাকা। কিন্তু অটোরিকশা চালকেরা এখন জনপ্রতি ৫০ টাকা ভাড়ার দাবি করছেন।
ফুলগাজীর আবুল কালাম আজাদ নামে অপর এক যাত্রী বলেন, আগে ফুলগাজী থেকে ফেনী পর্যন্ত জনপ্রতি ৩০ টাকা। কিন্তু এখন সড়ক অবরোধ করে তারা ৪০ টাকা ভাড়ার দাবি করছেন। তিনি বলেন, এমনিতেই অটোরিকশার চালকগুলো সন্ধার পর দ্বিগুণ ভাড়া নিয়ে থাকেন যাত্রীদের কাছ থেকে।
এ ব্যাপারে উপজেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহীদ উল্লাহ জানান, বর্তমান বাজারে অটোরিকশার চালকরা একটি গাড়ির ৫০০ টাকা জমা ও জ্বালানি বাবাদ ৩০০ টাকা খরচ করার পর তাদের সংসার চালানোর জন্য আর কিছু থাকে না। তাছাড়া বর্তমানে গাড়ির বিভিন্ন পার্টসের দামও অনেক বৃদ্ধি পেয়েছে। সে হিসেবে যাত্রীপ্রতি তারা পূর্বের ভাড়ার সঙ্গে মাত্র ১০ টাকা ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছেন।
ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার জানান, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আগামীকাল সোমবার (১৯ মে) অটোরিকশা মালিক, চালক, শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সুশীল নেতৃবৃন্দদের উপস্থিতিতে বৈঠকের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে চলে যান।
পরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়।