রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নকলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৮:২৬
নকলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
শেরপুরের নকলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত অতিথিরা: ছবি যায়যায়দিন

শেরপুরের নকলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৮মে) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা'র আয়োজনে পরিষদের অঙ্গন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

1

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াত ইসলামের আমীর মো. গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের প্রধান মুহাম্মদ গোলাম মাছুম,

পৌর বিএনপির আহবায়ক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাসরিন জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান, ইউপি চেয়ারম্যার মহিউদ্দিন বুলবুল, নূরে আলম তালুকদার,

জেলা বিএনপির সাবেক সদস্য মো. এনামুল হক রিপন, উপজেলা যুবদলের আহবায়ক মো. শফিউল আলম পলাশ প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে