রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীপুরে হত্যার প্রধান আসামি র‍্যাবের হাতে ধরা!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৮:৪৪
শ্রীপুরে হত্যার প্রধান আসামি র‍্যাবের হাতে ধরা!
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে জমিতে পানি দেওয়া নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে নাজমুল হককে হত্যার ঘটনায় প্রধান আসামি আল আমিনকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)

রোববার (১৮মে) র‌্যাব-১ এর স্পেশালইজড কোম্পানী পোড়াবাড়ি গাজীপুর কাম্পের কোম্পানী কমাণ্ডার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

1

গ্রেপ্তার আল আমিন শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যুগিরসিট গ্রামের স্বপন মিয়ার ছেলে। তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঞ্চল্যকার এ ঘটনাটির আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

তারা আসামি গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি করতে থাকে।

এক পর্যায়ে বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারে আসামি আল আমিন শ্রীপুরের মাওনা বাজার এলাকায় আত্মগোপনে আছেন।

পরে তারা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে আল আমিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তি র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টার কথা স্বীকার করেছেন। এর পর তারা আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক যায়যায়দিনে বলেন, 'ওই ঘটনায় জড়িত একজনকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

তাকে হত্যা মামলায় রোববার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।'

উল্লেখ্য, গত ১ মে দুপুরের দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যুগিরসিট গ্ৰামে জমিতে পানি দেওয়া নিয়ে নাজমুল হক ও আল আমিনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

এরপর সেদিন রাত ৯টায় ধারালো ছুরি দিয়ে নাজমুল হকের উপর হামলা চালান আল আমিন।

এতে নাজমুলের পেটের নাড়িভুঁড়ির কিছু অংশ বের হয়ে যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ( ৯ মে) রাত ১০টায় তার মৃত্যু হয়। এর পর শনিবার রাত সাড়ে ৯টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় মো. নাজমুল হকের চাচা হাবিজ উদ্দিন বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে