সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নওগাঁয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

নওগাঁ প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১২:৫৫
নওগাঁয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে ফিল্মি-স্টাইলে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গত রোববার বিকেলে উপজেলার নগরব্রিজ এলাকায় মাখলুদ হোসেন (২১) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে ৮-১০ জন সন্ত্রাসীর একটি সংঘবদ্ধ দল।

1

বর্তমানে শিক্ষার্থী গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এসময় দুর্বৃত্তরা ধারালো খুর দিয়ে মাখলুদের একটি কান কেটে দেয়, কোমড়ে আঘাত ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে।

মারপিটে মাখলুদ রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গেলে দুর্বৃত্তরা ব্যাগে থাকা সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে একজন ভ্যান চালক মাখলুদকে উদ্ধার করে পরিবার ও স্বজনদের খবর দিলে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত মাখলুদ হোসেন উপজেলার চকাদিন (ত্রিমোহনী) এলাকার শারীরিক প্রতিবন্ধি ওসমান গুনির ছেলে। সে নওগাঁ সরকারি কলেজের একজন শিক্ষার্থী। গত রোববার সন্ধ্যায় মাখলুদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত একটি অভিযোগ প্রদান করা হয়েছে।

রানীনগর থানার (অফিসার ইনচার্জ) ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ইতিমধ্যেই হাসপাতালে পুলিশ গিয়ে তথ্যাদি সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে