বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

টানা বৃষ্টিতে ধান নিয়ে বিপাকে ভূরুঙ্গামারীর কৃষক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১৫:২১
টানা বৃষ্টিতে ধান নিয়ে বিপাকে ভূরুঙ্গামারীর কৃষক
কুুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ধানক্ষেত পরিচর্যার চেষ্টা করছেন কৃষক: ছবি যায়যায়দিন

কুুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় দুই সপ্তাহ ধরে চলমান বৃষ্টিতে ধান নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।

এরই মধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অনেক ধান ক্ষেত।অন্যদিকে বাড়িতে ওঠানো ভেজা ধান শুকাতে না পারায় উভয় সংকটে পড়েছেন স্থানীয় কৃষক।

1

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ ধান কাঁটা হয়ে গেলেও কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানিতে ডুবে আছে অনেক ধান।

জোকের উপদ্রব থাকায় চড়া মুল্যেও মিলছে না শ্রমিক। কিছু কিছু কৃষক পানিতে দাড়িয়ে ধান কাঁটার চেষ্টা করছেন।

এদিকে কেটে রাখা ভেজা ধানে গাছ গজিয়ে নষ্ট হবার উপক্রম হয়েছে অনেকের।

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বোরো ধান কাঁটা এবং শুকাতে না পাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।

দিনে থেমে থেমে সাাংন্য রোদের দেখা মিললে তাতে সড়কেই ভেজা ধান শুকানোর চেষ্টা করছেন কৃষক-কৃাষানি ও পরিবারের সদস্যরা।

শিলখুড়ী ইউনিয়নের শিক্ষক আব্দুস সালাম জানান, এই এলাকাটি নদী বিচ্ছিন্ন হওয়ায় এমনিতেই কৃষকদের অনেক কষ্ট করে ফসল ফলাতে হয়। এখন আবার বৈরী আবহাওয়া। সব মিলিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

পাথরডুবি ইউনিয়নের দলবাড়ি বিলের কৃষক তোফাজ্জল হোসেন ও নায়েব আলী বলেন, ফলন ভালো হলেও বৃষ্টির কারণে নিচু জমির ধান তলিয়ে গেছে। কষ্টের ফসল ঠিকঠাক ঘরে তুলতে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জনিয়েছেন, এবার উপজেলায় বোরো মৌসুমে ১৬ হাজার ৪৮৫ হেক্টর ধান চাষবাদের লক্ষমাত্রা অর্জিত হয়েছে।

ইতিমধ্যে ৮০ ভাগ ধান কাটা শেষ। উপসহকারী কর্মকর্তারা মাঠে কাজ করছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আমন মৌসুমে বীজ ও সারের প্রনোদনার আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে