ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বীণা রাণী বসাক (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৌরশহরের বসাক পাড়া এলাকায় ঘরের সরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার হয়।
বীণা রাণী বসাক পাড়া ১নং ওয়ার্ডের মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথ ওরফে ছোট বসাকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পৌর শহরের কলেজ পাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসর অনুষ্ঠান দেখে স্বামী-স্ত্রী বাড়িতে আসেন। এর পর দুজনে পাশাপাশি রুমে ঘুমাতে যান। গৃহবধূর স্বামী সকালে দেখেন তার স্ত্রী ঘরের সরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলাস ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক।