নেত্রকোণা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার ভেলুয়াতলী কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস-২০২৫। “সব জীবের জন্য আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ সংহতি ও বহুত্ববাদী সমাজ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর সহযোগিতায় আয়োজিত এ দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন বারসিক-এর উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা এবং সভাপতিত্ব করেন আব্দুল মোতালেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অমল দেব, সদস্য সচিব, সবুজ সংহতি কলমাকান্দা উপজেলা।
আলোচনায় দিবসটির গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরেন বারসিক-এর প্রোগ্রাম অফিসার মো: আলমগীর। তিনি বলেন, “প্রাণবৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হতে হবে এবং টেকসই কৃষি চর্চার মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট-এর প্রোগ্রাম ম্যানেজার মো: শাহজাহান এবং কৃষানী মিনারা খাতুন। বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ঐতিহ্যবাহী চর্চা ও স্থানীয় জ্ঞানকে গুরুত্ব দিতে হবে।