শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

কুলিয়ারচরে বিএনপি নেতার জানাজায় হাজারও মানুষের ঢল

কুলিয়ারচর-কিশোরগঞ্জ প্রতিনিধি
  ২৪ মে ২০২৫, ১০:২৩
কুলিয়ারচরে বিএনপি নেতার জানাজায় হাজারও মানুষের ঢল
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন খান শাহজাহান (৬৬) গতকাল ১২টার দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবর পাওয়ার শুক্রবার সন্ধ্যার দিকে তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।

1

তার জানাজায় শরিক ছিলেন ঢাকা বিভাগীয় নিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সিআইপি শরিফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, জেলা বিএনপির সভাপতি এড. মশিউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহ আলমসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে