কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৌর শহরের বড় ব্রিজের সংলগ্ন ৪৪ শতাংশ জায়গায় মডেল মসজিদটি কাজ প্রায় শেষের পথে ও এখন মাত্র উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। পিডব্লিউডি এর মাধ্যমে নাইমা এন্টারপ্রাইজ এই মসজিদটি ১২ কোটি ৫৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে এর নিমার্ণকাজ ২ বছর আগে শুরু করেন। এখানে ইসলামিক শিক্ষা, ইসলামিক একাডেমিকেল পড়াশোনাসহ সকল পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা দান দিবে শিক্ষাবিদরা।
জানা যায়, নাইমা এন্টার প্রাইজ বাজিতপুর মডেল মসজিদ ছাড়াও সারাদেশে ৮-১০ টি মডেল মসজিদ নিমার্ণ করেছে। শুধু কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মডেল মসজিদটি তাদের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া সারাদেশে তাদের কোম্পানী রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ, সরকারি হলরুম, অফিস আদালত নির্মাণ করেছে বলে সূত্রটি জানায়।
নাঈমা এন্টার প্রাইজে ইঞ্জিনিয়ার মো. হাসান রনি বলেন, এই মডেল মসজিদের নিমার্ণ কাজ খুব সুন্দর ভাবে করা হয়েছে।
পিডব্লিউডির কিশোরগঞ্জ উপ-সহকারী প্রকৌশলী সুজন পাল বলেন, তিনি এবং কোম্পানির লোকজন সাবক্ষণিক কাজ করার কারণে অতিদ্রুত শেষের পথে বলে উল্লেখ করেন। তিনি বলেন, মসজিদের ইমাম ও উলামাদের সার্বিক ভাবে সহযোগিতার কারণে মডেল মসজিদের নিমার্ণ কাজ শেষের দিকে রয়েছে।