রাজশাহীর বাগমারায় র্ধষণ চেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন তার চাচাত বোন।
গত বৃহস্প্রতিবার রাত ১০টার দিকে বাগমারা উপজলোর গোয়ালকান্দী ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জাহিদুল উপজেলার একই গ্রামের আনিছুর রহমানের ছেলে।
এলাকাবাসী সূএে জানা যায় জাহিদুল ইসলাম এক সন্তানরে জনক। গত বৃহস্প্রতিবার রাতে ভুক্তভোগী নারীর বাড়িতে যায় জাহিদুল। পরে জাহিদুলের চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে গিয়ে দেখেন তার লুঙ্গি রক্তে ভেজা। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী নারীর পরিবার জানায়, র্ধষণের চেষ্টা করায় জাহিদুলের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে ওই নারী।
জাহিদুলের পরিবারের সদস্যরা জানান, জাহিদুলের সঙ্গে ওই নারীর প্রেমের সর্ম্পক ছিল। গত বৃহস্প্রতিবার দেখা করতে গেলে এ ঘটনা ঘটে। পরে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হয় তার।
এখন শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বাগমারা থানার ওসি তৌহদিুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।