নরসিংদীর শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় মোছা. ফারজানা আক্তার তিথি (২৪) নামে এক নারী মাদকসেবনকারীকে দুই মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থ জরিমান করা হয়েছে।
সোমবার সন্ধ্যা রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আব্দুর রহিম মোবাইল কোর্ট পরিচালনা কালে এ দন্ড প্রদান করেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০০/- অর্থদন্ড ও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ সময় শিবপুর মডেল থানার একটি টহল টিম মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন। শিবপুর উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড আব্দুর রহিম।