শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

কিশোরগঞ্জে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১৯:২২
কিশোরগঞ্জে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ছবি : যায়যায়দিন

কিশোরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

1
আজ মঙ্গলবার (২৭ মে) বেলা ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে কিশোরগঞ্জে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খানের সভাপতিত্বে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

হুইল চেয়ার বিতরণ শেষে বিভাগীয় কমিশনার মহোদয় সুবর্ণ নাগরিকগণের এবং তাঁদের অভিভাবকদের সাথে কথা বলেন। তাঁদের চিকিৎসা ও থেরাপি সেবার ব্যাপারে খোঁজ নেন। জেলা প্রশাসক জানান কিশোরগঞ্জ জেলায় বাজিতপুর ও হোসেনপুর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা তুলনামূলক বেশি, তবে কেন ঐ দুই উপজেলা তে বেশি তা নিয়ে নির্দিষ্ট কোন গবেষণা পাওয়া যায় নি।

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মিঠুন চক্রবর্তী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যক্রমগুলো সম্পর্কে বিভাগীয় কমিশনার মহোদয়কে বর্ণনা করেন। প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরণের থেরাপি সেবা এবং সহায়ক উপকরণ (হুইল চেয়ার, ট্রাই-সাইকেল, হিয়ারিং এইড, স্মার্ট সাদাছড়ি, কর্ণার চেয়ার ইত্যাদি) বিতরণ কার্যক্রম সম্পর্কেও জানান।

তাছাড়াও এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মমতাজ বেগম, উপপরিচালক (স্থানীয় সরকার); মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার; মো. এরশাদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা; কামরুজ্জামান খান, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়; জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মিঠুন চক্রবর্ত্তী; ডা. দ্বীন ইসলাম, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কিশোরগঞ্জ এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে