কিশোরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
হুইল চেয়ার বিতরণ শেষে বিভাগীয় কমিশনার মহোদয় সুবর্ণ নাগরিকগণের এবং তাঁদের অভিভাবকদের সাথে কথা বলেন। তাঁদের চিকিৎসা ও থেরাপি সেবার ব্যাপারে খোঁজ নেন। জেলা প্রশাসক জানান কিশোরগঞ্জ জেলায় বাজিতপুর ও হোসেনপুর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা তুলনামূলক বেশি, তবে কেন ঐ দুই উপজেলা তে বেশি তা নিয়ে নির্দিষ্ট কোন গবেষণা পাওয়া যায় নি।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মিঠুন চক্রবর্তী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যক্রমগুলো সম্পর্কে বিভাগীয় কমিশনার মহোদয়কে বর্ণনা করেন। প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরণের থেরাপি সেবা এবং সহায়ক উপকরণ (হুইল চেয়ার, ট্রাই-সাইকেল, হিয়ারিং এইড, স্মার্ট সাদাছড়ি, কর্ণার চেয়ার ইত্যাদি) বিতরণ কার্যক্রম সম্পর্কেও জানান।
তাছাড়াও এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মমতাজ বেগম, উপপরিচালক (স্থানীয় সরকার); মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার; মো. এরশাদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা; কামরুজ্জামান খান, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়; জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মিঠুন চক্রবর্ত্তী; ডা. দ্বীন ইসলাম, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কিশোরগঞ্জ এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।