পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নরসিংদীর শিবপুর পৌরসভায় অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ এর কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শিবপুর পৌরসভায় ১ হাজার ৫শ সুবিধাবঞ্চিত পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়।
সোমবার (২ জুন) সকাল ১১টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: ফারজানা ইয়াসমিন।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মু. আবদুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কেএম আবু রায়হান, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমুখ।
ইউএনও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি যেন যথাসময়ে এবং সঠিকভাবে অসহায় মানুষের হাতে সহায়তা পৌঁছে যায়। সমাজের প্রতিটি শ্রেণির মানুষ যেন ঈদের আনন্দে শরিক হতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।