বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জলাবদ্ধতা নিরসন দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৮ জুন ২০২৫, ১৬:০৫
জলাবদ্ধতা নিরসন দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন
জলাবদ্ধতা নিরসন দাবিতে সীতাকুণ্ডে এলাকাবসীর মানববন্ধন: ছবি যায়যায়দিন

প্রবল বর্ষণ উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ওই এলাকার ভুক্তভোগীরা।

বুধবার (১৮ জুন) সকাল ১১টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা মো. রবিউল হক, মো. কামাল উদ্দিন, বায়তুল আমান জামে মসজিদের খতিব আবদুল হালিম হেলালি, সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাবুল চৌধুরী, সেলিম জাহেদী, মো. ইকবাল, মো. মহিউদ্দিন, আলাউদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ টিটু, আলমগীর মঞ্জু, খোরশেদ আলম, সবুজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ।

এ দিকে ভুক্তভোগী গ্রামবাসীরা সড়কে অবস্থান করে প্রবল বর্ষণ ও বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে দলে দলে অংশ নেন । এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষার্থী, মুসল্লী, নারীসহ সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরী। ফুলতলা গ্রামের দুর্ভোগ লাঘবে কার্যকর প্রদক্ষপ নিতে হবে।

ইউনিয়নের ফুলতলা গ্রামের ভিতরে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান গোডাউন তৈরী করতে গিয়ে গ্রামের পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দেন।

এরপর থেকে সামন্য বৃষ্টি হলেই পুরো গ্রাম জলাবদ্ধতায় নিমজ্জিত হয়। একদিনের বৃষ্টিতে গ্রামবাসীদের পানিবন্দী হয়ে থাকতে হয় ১৫ থেকে ২০ দিন।

এদিকে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ার পর থেকে গ্রামে প্রত্যেকটি বাড়িতে এখন হাঁটু সমান ময়লা পানি। গ্রামের সড়কগুলো ডুবে একাকার হয়ে আছে পানিতে।

ফলে স্কুল-কলেজ এর শিক্ষার্থী, মসজিদের মুসল্লীসহ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে প্রতিঘরে পানি ডুকে ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িতে রান্না করতে পারছে না কেউ।

অন্যদিকে বেড়েছে সাপের উপদ্রব। আতঙ্কে রাত যাপন করছে এখানকার ৫-৬ হাজার সাধারণ গ্রামবাসী।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নারী-পুরুষ থেকে শুরু করে স্কুল-কলেজের ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে