সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়নের পশ্চিম ভোয়াগ কৃষাণ কল্যাণ সমাজ ব্যবস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ জুন) ফুলকাজী বাড়ি সংলগ্ন স্থানে সমাজ পরিচালনা পর্ষদের সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন।
সমাজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন, ইউপি সদস্য জসিম উদ্দিন।
সমাজ পরিচালনা কমিটিরর কোষাধ্যক্ষ মোঃ বাবুল, পাঞ্চায়েত কমিটির সদস্য আবু ছুপিয়ান, ফারুক মিয়াজী, নাছিম আকবর মোহন সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন বলেন, এলাকার শান্তি শৃঙ্খলার বজায় রাখার জন্য একে অপরকে সহযোগিতা করতে হবে। এলাকায় যেন জুয়া, মাদক ক্রয় বা বিক্রয় না হয় সে জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার কথা বলেন।উল্লেখ্য উক্ত সভায় সভার কার্যবিবরণী পাঠ, বিগত দিনের হিসাব বিবরণী, নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়গুলো চুড়ান্ত অনুমোদন করা হয়।