মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পাইকগাছায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ২৯ জুন ২০২৫, ১৯:৩৬
পাইকগাছায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৬
ছবি: যায়যায়দিন

খুলনার পাইকগাছা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি ও পরোয়ানা ভূক্তসহ ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কপিলমুনি ইউনিয়নের হাউলী গ্ৰামের মৃতঃ শেখ রুহুল কুদ্দুস রাজের ছেলে মোহাম্মদ জাহিদুল ইকবাল জয় (২৬), রেজাকপুর গ্ৰামের মৃত তোরাব আলীর ছেলে রফিকুল ইসলাম সাগর(২৮) ও রামচন্দ্রনগর গ্ৰামের সিরাজ গাজী ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন (৩২)।

এছাড়াও পরোয়ানা ভূক্ত আসামিরা হলেন, ফতেপুর গ্ৰামের মৃত ভক্ত জামাল সানারং ছেলে মোহাম্মদ শারাফাত সানা, সরণখালী গ্ৰামের মৃত শামসুর রহমান সরদারের ছেলে শফিকুল সরদার (৪৭),কাটাবুনিয়ার জাহাবক্স গাজী সানার ছেলে মোহাম্মদ মফিজুল গাজী।

থানা ওসি মোঃ রিয়াদ মাহমুদ জানান,অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে