শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

পাবনায় যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১৫:৩১
পাবনায় যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
পাবনায় যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: যাযাদি

পাবনায় যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার (০২ জুলাই) দুপুরে শহরের মহিষের ডিপু এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ চত্বরে এসে শেষ হয়।

পদবঞ্চিত যুবদলের আয়োজনে মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর উপজেলা ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, যুবনেতা বাহার, যুবনেতা নাদিম হাইদার, যুবনেতা সাকিবুল হক সাকিব, যুবদলের নেতা বাপ্পিসহ অনেকে।

বক্তারা বলেন, বিগত তিন বছর যাবত দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দিয়ে জেলা যুবদল পরিচালিত হয়েছে। সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন না করে তিন বছর পরে একটি মহল পুর্ণরায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছে। সেই কমিটিতে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফা কমিটি করা হয়েছে। দ্রুত এই কমটি বাতিল করে ত্যাগী নেতাদের কমিটিতে পদ দেয়ার আহ্বান জানান পদ বঞ্চিত নেতাকর্মীরা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে