রংপুরের মিঠাপুকুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, রাকিবুল ইসলাম রিপনকে নাবালিকাকে অপহরণে সহয়তা করার অভিযোগে অপহরণ মামলায় সহযোগী আসামি হিসেবে ফাঁসানো হয়েছে । এ ঘটনায় রাকিবুলকে নির্দোষ দাবি করে মিঠাপুকুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুক্রবার (৪ জুলাই) কোমরগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, স্থানীয় শিক্ষক, অভিভাবক, ছাত্র-জনতা এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার ৫ নং আসামি রিপনসহ মামলার ৬ নম্বর আসামি ফুয়াদ হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত। ছাত্রনেতা রাকিবুল ইসলাম রিপন একজন শিক্ষিত, আদর্শবাদী ও সোচ্চার ছাত্র প্রতিনিধি। যিনি দীর্ঘদিন ধরে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। তার জনপ্রিয়তা ও কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে।
ছাত্রনেতা রিপন বলেন, “এই মামলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। একটি মেয়েকে কেন্দ্র করে বিগত সরকারের দোসর আওয়ামীলীগ নেতা সামসুল ইসলাম আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলাটি দায়ের করেছেন। এটি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।”
অপরদিকে, মামলার ৬ নম্বর আসামি নবম শ্রেণির শিক্ষার্থী ফুয়াদ হাসান বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমার ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা চলছে। আমি চাই প্রশাসন সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করুক এবং নিরপরাধদের মামলা থেকে অব্যাহতি দিক।”
সমন্বয়ক মুত্তাসিম বিল্লাহ বলেন, “রিপনের মতো একজন সচেতন ও সাহসী ছাত্রনেতার বিরুদ্ধে অপহরণের মতো গর্হিত অভিযোগ কেবল ব্যক্তি আক্রমণ নয়, বরং এটি গোটা ছাত্র সমাজের মর্যাদার ওপর আঘাত।” তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।
নাবালিকার বাবা সামছুল ইসলাম বলেন, আমার মেয়ে নিখোঁজ। একমাস থেকে আমাকে বিভিন্ন আশ্বাসে তারা মামলা থেকে বিরত রাখে। মেয়েকে ফেরত পেলে আমি মামলা প্রত্যাহার করবো।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকলে অবশ্যই তাদের অব্যাহতি দেয়া হবে। তবে যেহেতু নাবালিকা একটি মেয়ে নিখোঁজ রয়েছে, তাই আমরা বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে দেখছি। ভিকটিম উদ্ধারের পর বোঝা যাবে কারা জড়িত।