শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সেনাসদস্য ছুটিতে বাড়ি ফেরার পথে ডাকাতির শিকার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৫, ২২:২২
সেনাসদস্য ছুটিতে বাড়ি ফেরার পথে ডাকাতির শিকার
মুকসুদপুর থানা-ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আসলাম শেখ ডাকাতির শিকার হয়েছেন।

শুক্রবার ভোররাত ৪টার দিকে কর্মস্থল থেকে ছুটি নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাশেরহাট গ্রামের বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

আসলাম শেখ যাত্রীবাহী গাড়ি থেকে ভাঙ্গা হাইওয়েতে নামার পরপরই মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত তাকে ঘিরে ধরে। তারা লোহার রড ও ধারালো অস্ত্রের হুমকি দিয়ে তার কাছ থেকে নগদ অর্থ, স্মার্টফোন ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।

ঘটনার পর আসলাম শেখ ভাঙ্গা হাইওয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এলাকায় বাড়তি টহল দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাসে এ এলাকায় ডাকাতির ঘটনা বেড়েছে। একজন সেনাসদস্যের ওপর এমন হামলায় তারা নিরাপত্তা জোরদারের দাবি জানান।

ফরিদপুর পুলিশ সুপার মো. আলমগীর কবীর বলেন, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

একজন সক্রিয় সেনাসদস্য প্রকাশ্যে ডাকাতির শিকার হওয়ায় জাতীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছুটির মৌসুমে সড়কপথে নজরদারি বাড়ানো।

ডাকাতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি সড়কপথে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে