বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষার হলে খাইরুল
বরগুনার বেতাগীতে বাবার মৃত্যুর শোক বুকে চেঈেন পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে আসছে এসএসসি পরীক্ষার্থী খাইরুল বেপারী। বুধবার (২৩ এপ্রিল) সকালে বাবা আমজেদ বেপারীর (৬৩) মরদেহ বাড়িতে রেখেই সে পরীক্ষাকেন্দ্রে যায়। পরীক্ষা শেষ করে আছর বাদ বাবার দাফন কার্যে অংশ নেয়।